হৃদ-গোলাপের ঘ্রাণ
গোলাপ আমিন
১. ঘ্রাণ
বাগানে ফুল ফুটলে ফুলের ঘ্রাণ-ই বলে দেবে কী ফুল ফুটে আছে।
২. বিভেদ
গোলাপ ফুলের ঘ্রাণের মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ নেই।
৩. গোসল
গোসল করে ফেললেই সব পাপ ধুয়েমুছে সাফ হয়ে যায় না।
৪. বেদনার বিষ-পেয়ালা
দুঃখ পান করে করে আমরা একদিন হেমলক হয়ে যাব…
৫. হাত
ভালোবাসার হাত দিয়ে স্পর্শ করি তোমায়…
৬. বেদনা-বৃক্ষ
বেদনার বৃক্ষে আমি এক ফুটন্ত ফুল নয়তো বা অবিমিশ্র বিষাক্ত এক ফল।
৭. ফুল
গাঁদাকে গন্ধরাজ ফুল বলতে পারি না।
৮. আনুমানিক প্রেম
মেয়েটির সাথে আনুমানিক প্রেম হয়েছে বলে মনে হয়।