বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা আর্জেন্টাইন ফুটবলার দিয়াগো ম্যারাডোনা মারা গেছেন। ম্যারাডোনা তার নিজের বাস ভবনে হার্ট এটাকে মারা গেছন বলে খবর বেরিয়েছে। স্ট্রোকের কারণে মস্তিষ্কে রক্ত জমাটের জন্য এ মাসের প্রথম সপ্তাহে সফল অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, মাদকাসক্তির জন্য ও চিকিৎসা শুরু করা হবে।
১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। সে বছর ম্যারাডেনা হাত দিয়ে গোল করেছেন বলে একটি বিতর্ক শুরু হয়। যা এখনও অমীমাংসিত রয়েছে। তারঁ মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন দাপ্তরিক শোক বাণী প্রকাশ করে বলছে, ‘আপনি চিরকাল আমাদের হৃদয়ের অন্তঃস্থলে থাকবেন।’