পোড়ালে পুড়তে হয়
রিক্তা রিচি
পোড়ালে পুড়তে হয়, অগ্নিশিখায় ঝাঁঝালো হয় বুক।
তুমিও পুড়ে যাবে, ছাই হবে অনুতাপে – অনুশোচনায়।
হৃদয় পুড়ে পুড়ে, হয়ে যাবে গাছের মরা পাতা
মমতার সন্ধ্যানে হন্যে হবে, খুঁজবে বরফ শীতলতা।
মায়ার চাদর নিয়ে কেউ বিশ্বাসী হাত বাড়াবে না, বাড়াবে না।
কেউ বিছিয়ে দেবে না নির্ভরতার কাঁধ।
পোড়ালে পুড়তে হয়, অগ্নিশিখায় ঝাঁঝালো হয় বুক।
সব হারিয়ে, চোখের জলের প্রতিটি ফোটার দীর্ঘশ্বাসে তুমিও নিঃশেষ হয়ে যাবে।
নিঃস্ব হওয়ার আগে তাকে গুরুত্ব দাও প্রিয়
হারিয়ে খোঁজার চেয়ে,আগেই বুকে টেনে নিও।