দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের উপর ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গ্রুপ বড় ধরনের সাইবার হামলা চালিয়েয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মুসার লাঠি নামে সংগঠনটি বিবৃতি দিয়ে বলছে, তারা দখলদার ইসরায়েলের বড় ধরনের কোম্পানিগুলোর ওয়েবসাইট সাইট হ্যাক করেছে। পাশাপাশি অনেকগুলো সামরিক স্থাপনার ছবি ও তথ্যচিত্র সংগ্রহ করতে পেরেছে। যা তারা প্রকাশ করে দিতে পারে।
মুসার লাঠি সংবাদ করে জানিয়েছে, গতকাল সোমবার ১৫ নভেম্বর তারা ইসরায়েলের অসংখ্য প্রতিষ্ঠানের উপর এমন হামলা পরিচালনা করেছে। ইসরায়েল জুড়ে ছড়িয়ে থাকা নানান মৌলিক তথ্য তারা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। তাদের হাতে এখন ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সিস্টেম ও তার তথ্যচিত্র চলে এসেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যেসব ছবি পাওয়া বা ভ্রমন করা সম্ভব নয় সেসব ছবি তারা হ্যাকিং বা সাইবার হামলার মাধ্যমে সংগ্রহ করেছে। তাদের অভিযান শতভাগ সফল হয়েছে।
সূত্র: দৈনিক ইনকিলাব
আরো পড়ুন: টেলিটকের ফ্রি ইন্টারনেট